দোলনচাঁপা
White garland-lily/White ginger
lily

দোলন চাঁপা গুল্ম ও কন্দ জাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ।এই গাছ দেখতে কিছুটা
সর্বজয়া/কলাবতীর মত।প্রায় চল্লিশ টি প্রজাতির বিভিন্ন বর্ণের ও গন্ধের দোলন চাঁপা
পাওয়া যায়।এদের মধ্যে জনপ্রিয় জাতগুলো হচ্ছে কোরোলোরয়াম,কক্সিনিয়াম,এলিস্তিকাম,গ্রাসিলি,ফ্লেবাম
গাউনারিয়া ইত্যাদি।
বর্ষা ঋতুতে দোলনচাঁপা গাছে ফুল ফোটে।দিনের শেষে দোলনচাঁপা ফুটতে শুরু করে এবং
রাত জত গভীর হয় এর গন্ধ ও তত বাড়তে থাকে।দিনের আলোতে এই ফুল আস্তে আস্তে শুকিয়ে
যায়।
সৌখিন ফুল প্রেমিরা টবে অথবা লনে দোলন চাঁপা লাগাতে পারেন এই ফুল আপনার মনকে
অবশ্যই প্রশান্তি দিবে!!