দোলনচাঁপা
White garland-lily/White ginger
lily
দোলনচাঁপা বাংলাদেশের একটি সকলের পরিচিত ও জনপ্রিয়
ফুল,সুগন্ধির জন্যও এই ফুলের অনেক সুনাম।এর আদি নিবাস দক্ষিন পূর্ব এশিয়া অঞ্চলে, এটি কিউবার
জাতীয় ফুল। স্পেনীয় উপনবেশ আমলে নারীরা এই ফুলের মধ্যে গোপন বার্তা লুকিয়ে আদান প্রদান করতেন।
দোলন চাঁপা গুল্ম ও কন্দ জাতীয় বহু বর্ষজীবী উদ্ভিদ।এই গাছ দেখতে কিছুটা
সর্বজয়া/কলাবতীর মত।প্রায় চল্লিশ টি প্রজাতির বিভিন্ন বর্ণের ও গন্ধের দোলন চাঁপা
পাওয়া যায়।এদের মধ্যে জনপ্রিয় জাতগুলো হচ্ছে কোরোলোরয়াম,কক্সিনিয়াম,এলিস্তিকাম,গ্রাসিলি,ফ্লেবাম
গাউনারিয়া ইত্যাদি।
বর্ষা ঋতুতে দোলনচাঁপা গাছে ফুল ফোটে।দিনের শেষে দোলনচাঁপা ফুটতে শুরু করে এবং
রাত জত গভীর হয় এর গন্ধ ও তত বাড়তে থাকে।দিনের আলোতে এই ফুল আস্তে আস্তে শুকিয়ে
যায়।
সৌখিন ফুল প্রেমিরা টবে অথবা লনে দোলন চাঁপা লাগাতে পারেন এই ফুল আপনার মনকে
অবশ্যই প্রশান্তি দিবে!!