Monday, December 28, 2015

অপরাজিতা/Clitoria ternatea Linn



অপরাজিতা
(Clitoria ternatea Linn)

Butterfly pea, blue pea, Cordofan pea and Asian pigeon wings
অপরিজিতা বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ।আদিনিবাস মালাক্কা উপসাগরীয় অঞ্চলের টিনাট (Tenatc) দ্বীপে।উদ্ভিদ বিজ্ঞানীরা সর্ব প্রথম এই দ্বীপ থেকে ফুলটি সংগ্রহ করেন।ফুলের আকৃতি এবং এই দ্বীপের নামের সমন্বয়ে ফুলটির নামকরন করাহয় Clitoria ternatea । লম্বায় ১৫-২০ ফুট হয়ে থাকে এই লতানো গাছ।ফুলের রং নীলাভ বেগুনি,গাঢ় নীল,ফিকে নীল,সাদা ইত্যাদি বর্ণের হয়ে থাকে। ফুল সিঙ্গেল আবার একটি জাতে ডাবল ফুল হয়ে থাকে।ফুল আকারে বড়,আকৃতি অনেকটা মটরশুঁটি ও বক ফুলের অনুরূপ।এই ফুলের কোন গন্ধ নাই।গাছের পাতাভর্তি লতার ফাঁকে ফাঁকে নয়নাভিরাম অপরাজিতা ফুল ফুটতে দেখাযায়।তবে অপরাজিতা কখনো গুচ্ছ আকারে আকারে থোকায় থোকায় ফুটে না।

সাধারনত হিন্দু ধরমালম্বিরাই তাদের ধর্মীয় পূজাতে এই ফুল অধিক ব্যবহার করে থাকে। অপরাজিতার ঔষধি উদ্ভিদ  হিসেবেও বিভিন্ন রোগে ব্যবহার হয়েথাকে।
গ্রামের বাড়ির সদর দরজার ঝারে অথবা শহরের বারন্দার শোভা বর্ধনে ব্যাবহার করতে পারেন লতানো নয়নাভিরাম অপরাজিতা। 

1 comments:

  1. অপরাজিতা/Clitoria Ternatea Linn >>>>> Download Now

    >>>>> Download Full

    অপরাজিতা/Clitoria Ternatea Linn >>>>> Download LINK

    >>>>> Download Now

    অপরাজিতা/Clitoria Ternatea Linn >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

FLOWERS OF BANGLADESH

footer logo

সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ফোটে বিভিন্ন রং ও বৈচিত্রের ফুল এসকল ফুলের সাথে পরিচিত হতে আমাদের সঙ্গে থাকুন
 

Blogger news

Blogroll

About