Wednesday, April 22, 2015

বার্মা সোনালু/গণি/লাল সোনাইল/Burmese pink cassia, Burmese senna, common pink cassia, deciduous cassia, pink shower



বার্মা সোনালু/গণি/লাল সোনাইল
ইংরেজি নাম- Burmese pink cassia, Burmese senna, common pink cassia, deciduous cassia, pink shower
বৈজ্ঞানিক নাম  - cassia javanica
ঢাকার শহরের সৌন্দর্য বর্ধনে এখন বার্মা সোনালুর ব্যাবহার অনেক দেখা যায়।
অত্যন্ত নজরকারা এই ফুলটি সাধারণত গ্রীষ্মকালে ফোটে এবং বর্ষা পর্যন্ত ফুল
ফোটা অব্যাহত থাকে। এই ফুল গাছ বহুবর্ষজীবী বৃক্ষ জাতীয় উদ্ভিদ।
মায়ানমার থেকে কোন নার্সারি ব্যবসাই অথবা কোন সৌখিন বৃক্ষ প্রেমীর হাত
ধরেই এই গাছ মূলত বাংলাদেশে আসে।
 
এই গাছের উচ্চতা ১০ থেকে ১৫ মিটার 
পর্যন্ত হয়ে থাকে।
গাছের সকল ডালেই সবুজ পাতার ফাকে ফাকে অসংখ্য ফুল ফোটে।
ফুলথেকে কুড়ি হয়,কুড়ির গোটা পরিপক্ব অবস্থাতে বাদামের মত আকার ধারণ করে।
লালচে গোলাপী ও সাদার সংমিশ্রণযুক্ত এই ফুলের গাছ সৌন্দর্য বর্ধনে অনেক ব্যাবহার হলেও
এই গাছ এখন দুর্লভ।
ঢাকার গুলশান লেক এলাকায়,হোটেল রেডিসন চত্বরে এই ফুলের কয়েকটি গাছ রয়েছে।
ইচ্ছা করলে দেখে আসতে পারেন রূপ,লাবন্যে অপরূপ সৌন্দর্যের প্রতীক গণি ফুল।

1 comments:

  1. বার্মা সোনালু/গণি/লাল সোনাইল/Burmese Pink Cassia, Burmese Senna, Common Pink Cassia, Deciduous Cassia, Pink Shower >>>>> Download Now

    >>>>> Download Full

    বার্মা সোনালু/গণি/লাল সোনাইল/Burmese Pink Cassia, Burmese Senna, Common Pink Cassia, Deciduous Cassia, Pink Shower >>>>> Download LINK

    >>>>> Download Now

    বার্মা সোনালু/গণি/লাল সোনাইল/Burmese Pink Cassia, Burmese Senna, Common Pink Cassia, Deciduous Cassia, Pink Shower >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

FLOWERS OF BANGLADESH

footer logo

সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ফোটে বিভিন্ন রং ও বৈচিত্রের ফুল এসকল ফুলের সাথে পরিচিত হতে আমাদের সঙ্গে থাকুন
 

Blogger news

Blogroll

About