সোনালুঃ(Cassia fistula):
Caesalpinaceae
সোনালু/ হোনাইল/ বাঁদরের লাঠি/ সয়তানের লাঠি/ সোনাইল
যে নামেই ডাকুন বাংলাদেশের ফুলপ্রিয় মানুষের কাছে সোনালু এক অপরূপ সুন্দর ফুলের
নাম!
সোনালু গ্রীষ্মে ফোটে এবং গাছ ভোরে যায় এই ফুলে।এই
দেশের অবহেলিত গাছের মধ্যে সোনালুও একটি অবহেলার গাছ। কেঊ প্রয়োজনে সোনালু গাছ
রোপণ করেছে এমন মানুষ পাওয়া দুষ্কর।তথাপিও কিছু সৌখিন বৃক্ষ ও ফুল প্রেমিক
ইদানীংকালে ফুল বাগানের শোভাবর্ধনে সোনালু গাছ রোপণ করছে।
ঢাকার শহরের রাস্তার পাশের শোভাবর্ধনেও এই গাছ বর্তমানে
অধিক পরিমাণে ব্যাবহৃত হচ্ছে।ঢাকার রমনাপার্ক,উত্তরার কিছু আবাসিক বাড়ির
সামনে,বিমানবন্দরের পাশের রাস্তাতে সোনালু গাছ দেখা যায়।
সোনালুগাছ বহুবর্ষজীবী বৃক্ষ,আদিনিবাস হিমালয়
অঞ্চলে হলেও বাংলাদেশ,ভারত,পাকিস্তান ও মায়ানমারের প্রায় সকল অঞ্চলেই সোনালু গাছ দেখাযায়।
সোনালু গাছ ১৫-২০ মিটার লম্বা হয়ে থাকে পাতার রং
গাড়সবুজ বাকল সবুজাভাব ধূসর বর্ণের। ফেব্রুয়ারি থেকে মে মাসে সোনালু ফুল ফোটে।
এসময়ে এই গাছে নতুন পাতার সাথে ফুলের কুড়ি আসে।ছোট ছোট হলুদাভাব ফুল থোকায় থোকায় মালার
মত গাছের প্রায় সকল ডালে ফুটে থাকে। দুর থেকে এই হলুদাভাব ফুল স্বর্ণের গহনার মত দেখাযায়
বিধায় এই ফুলের নাম হয়েছে সোনালু। ফুল ফোটা শেষ হলে ফুল থেকে লম্বা লাঠির মত ফল
হয়। যা কিনা সজনের ডাটার মত গাছে ঝুলে থাকে।এই ফলকেই অনেকে বাঁদরের লাঠি বলে থাকেন।
সোনালু গাছের ভেষজগুন রয়েছে।যদি সময় থাকে তবে
অবশ্যই সোনালু ফুলের অপরূপতা উপভোগ করতে সিজনে ঘুরে আসতে পারেন ঢাকার রমনাপার্ক,বোটানিক্যাল
গার্ডেন অথবা বিমান বন্দরের পাশের সড়কে। কথা দিচ্ছি অবশ্যই সোনালু আপনাদের কে
মুগ্ধ করবে।
বাংলাদেশের ফুল সম্পর্কে জানতে আমাদের ফেইসবুক
পেইজে ভিজিট করে আসতে পারেন!!!!
0 comments:
Post a Comment