বার্মা
সোনালু/গণি/লাল সোনাইল
ইংরেজি
নাম- Burmese
pink cassia, Burmese senna, common pink cassia, deciduous cassia, pink shower।
বৈজ্ঞানিক
নাম
- cassia javanica
ঢাকার শহরের সৌন্দর্য বর্ধনে এখন বার্মা সোনালুর ব্যাবহার অনেক দেখা
যায়।
অত্যন্ত নজরকারা এই ফুলটি সাধারণত গ্রীষ্মকালে ফোটে এবং বর্ষা পর্যন্ত
ফুল
ফোটা অব্যাহত থাকে। এই ফুল গাছ বহুবর্ষজীবী বৃক্ষ জাতীয় উদ্ভিদ।
মায়ানমার থেকে কোন নার্সারি ব্যবসাই অথবা কোন সৌখিন বৃক্ষ প্রেমীর হাত
ধরেই এই গাছ মূলত বাংলাদেশে আসে।
এই গাছের উচ্চতা ১০ থেকে ১৫ মিটার
পর্যন্ত হয়ে থাকে।
গাছের সকল ডালেই সবুজ পাতার ফাকে ফাকে অসংখ্য ফুল ফোটে।
ফুলথেকে কুড়ি হয়,কুড়ির গোটা পরিপক্ব অবস্থাতে বাদামের মত আকার ধারণ
করে।
লালচে গোলাপী ও সাদার সংমিশ্রণযুক্ত এই ফুলের গাছ সৌন্দর্য বর্ধনে
অনেক ব্যাবহার হলেও
এই গাছ এখন দুর্লভ।
ঢাকার গুলশান লেক এলাকায়,হোটেল রেডিসন চত্বরে এই ফুলের কয়েকটি গাছ
রয়েছে।
ইচ্ছা করলে দেখে আসতে পারেন রূপ,লাবন্যে অপরূপ সৌন্দর্যের প্রতীক গণি
ফুল।