Wednesday, March 4, 2015

বোতাম ফুল(Gomphrena globosa)



বোতাম ফুল
Gomphrena globosa

Amaranthaceae

বোতাম ফুল আমাদের দেশে শহর ও গ্রাম অঞ্চলে অনেক দ্যাখা যায়।এই ফুল দেখতে গোল বোতামের মতো তাই এর নাম হয়েছে বোতাম ফুল।ধারনা করাহয় এই ফুলের আদিনিবাস হিমালয় পাহাড় ও এর আশেপাশের অঞ্চলে।এই ফুলটি গুল্ম জাতীয় চির সবুজ উদ্ভিদ।এক থেকে দের ফুট লম্বা উচ্চতার এই গাছের লম্বা ডাটার অগ্রভাগে ম্যাজেন্টা,লাল,বেগুনী ও সাদা রঙ্গের বোতাম ফুল আমাদের এই দেশে পাওয়া যায়।গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে এই ফুল বেশী ফোটে।
 


FLOWERS OF BANGLADESH

footer logo

সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ফোটে বিভিন্ন রং ও বৈচিত্রের ফুল এসকল ফুলের সাথে পরিচিত হতে আমাদের সঙ্গে থাকুন
 

Blogger news

Blogroll

About