Sunday, February 22, 2015

ঝিনিয়া(Zinnia Elegans)



ঝিনিয়া
Zinnia Elegans
Compositae

ঝিনিয়া/জিনিয়া ফুল সুন্দর ও আদরণীয় একটি ফুল। ঝিনিয়া ফুলের আদি নিবাস মেক্সিকতে।ধারনা করাহয় কোন সৌখিন ইংরেজের হাত ধরে এই ফুলটি আমাদের দেশে এসেছে।ঝিনিয়া সব ঋতুতেই ফোটে।সারা বছর ধরেই এ ফুলের চাষ করা হয়।ফুল বাগানে লনের গাছ হিসেবে এই ফুলের কদর অনেক সমাদৃত।নানা বর্ণের কারনে ঝিনিয়ার জনপ্রিয়তা অনেক বেশী।ডবল,সেমিডবল জাত ভেদে ফুলের আকার ক্ষুদ্র হতে বড় হয়ে থাকে। ছোট আকৃতির এইফুল গাছের পাতার রঙ ধুসর সবুজ এবং রুক্ষ।লাল,সাদা,বেগুনী,গোলাপি,হলুদ ইত্যাদি বাহারি রঙ্গের ঝিনিয়া আমাদের দেশে দ্যাখা যায়।

FLOWERS OF BANGLADESH

footer logo

সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ফোটে বিভিন্ন রং ও বৈচিত্রের ফুল এসকল ফুলের সাথে পরিচিত হতে আমাদের সঙ্গে থাকুন
 

Blogger news

Blogroll

About