Mimosa Flower(লজ্জাবতী ফুল)
বাংলাদেশের পথের ধারে, রাস্তার
পাশে,ঝোপ ঝাঁরে অবহেলার
সহিত বেড়ে ওঠে এক
দারুণ,সুন্দর ও মজার
ফুল, যার নাম লজ্জাবতী।
লজ্জাবতী নাম করনের সার্থকতা
পুরাপুরি সঠিক, এর একমাত্র
কারন এই যে, এই
ফুলের গাছ মানুষের বা অন্য
যে কোন প্রাণীর স্পর্শ পেলে
এই ফুলের গাছ তার
অবস্থান থেকে নিজেকে গুটিয়ে
ফেলে।রঙ্গের এবং
বৈচিত্রের দিক থেকেও এই
ফুল অনেক সুন্দর,গোলাপী
রঙ্গের এই ফুলের পাপড়ির
আকার সূক্ষ্ম শলা আকৃতির,ফুলের মঞ্জুরিতে অসংখ্য পাপড়ী
থোকা আকারে থাকে,যার
ফলে ফুলটিকে গোলআকৃতির দেখায়।সুন্দর এই ফুলটিকে
সবাই ভালোবাসে.........